করোনায় শিবচরসহ মাদারীপুরে গত ২৪ ঘন্টায় শনাক্ত নেই

শিবচর বার্তা ডেক্স:
শিবচরসহ মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয়নি। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৮৯ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে যার মধ্যে ২২১ জনের রিপোর্ট পাওয়া গেছে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত মোট ১৫৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এবং ১৩৮৮ জনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে। এছাড়া শিবচর হাসপাতালের এক নারী চিকিৎসক ও তার ৭ বছরের সন্তান হোম আইসোলেশনে রয়েছেন। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত মাদারীপুর থেকে ২ শ ৮৯ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এর মধ্যে ২ শ ২১ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন শনাক্ত না থাকায় মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা পূর্বের ২৫ জনই রয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন, সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ২ জন এবং কালকিনি উপজেলায় ১ জন। এর মধ্যে শিবচরের ১২ জন ইতমধ্যেই সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে এসেছে।