করোনায় মাদারীপুর আইসোলেশনে আরো এক জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরো এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় জেলায় ৪৪ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ শ ৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭ শ ৩৪ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি–পিসিআর পদ্ধতিতে জেলায় ৪ শ ৮০ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে । এতে ১ শ ৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ১ শ ৬১ জনের মধ্যে সদর উপজেলায় ৬৮, রাজৈরে ৩৭, শিবচরে ৩০ এবং কালকিনিতে ২৬ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত ৩ হাজার ৭ শ ৩৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ১হাজার ৬ শ ৩৩, কালকিনিতে ৫ শ ৬৪, রাজৈরে ৯ শ ৮৭ এবং শিবচর উপজেলায় ৫ শ ৫০জন। নতুন করে আরো ১ জনসহ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৪৪ জন মারা গেছেন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১হাজার ১ শ ১০জন। এর মধ্যে হাসপাতালে ১৭ জন এবং হোম আইসোলেশনে ১ হাজার ৯৩ জন।
মাদারীপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মীর রায়হান বলেন, ‘গত ২৪ ঘন্টায় মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ১জন মারা গেছে। মারা যাওয়া ব্যক্তি সদর উপজেলার। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৪ জন।’