করোনায় মাদারীপুরে নতুন করে ২৭ জন আক্রান্ত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে নতুন করে আরো ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২০জন, রাজৈরে ৪জন এবং শিবচর উপজেলায় ৩জন। এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ শ ৭৮ জনে। গত ২৪ ঘন্টায় ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬শ ৩২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৯ ও ১০ জুলাই সংগৃহীত নমুনার ১ শ ৭ জনের ফলাফল আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৭ জনের করোনাভাইরাস পজেটিভ এবং বাকীগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ শ ৭৮ জন এবং গত ২৪ ঘন্টায় আরো ৯ জনসহ সুস্থ হয়েছেন ৬ শ ৩২জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১৫জন। উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা-সদর উপজেলায় ৩ শ ৭২, রাজৈরে ২ শ ৮৭, কালকিনি উপজেলায় ১ শ ৭১ এবং শিবচর উপজেলায় ১ শ ৪৭জন। গত ২৪ ঘন্টায় ১ শ ৮২টিসহ ৬হাজার ৭শ ৫৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নতুন ১ শ ৭ টিসহ ৬ হাজার ৫ শ ৭৪ টির ফলাফল পাওয়া গেছে। বর্তমানে ৩ শ ৪ জনকে হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন শনাক্ত ২৭ জনকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।