এদেশে সতের কোটি মানুষের জন্যে বিচারক মাত্র ২০ হাজার: বিচারপতি এসএম মাসুদ

মাদারীপুর প্রতিনিধি :
এদেশে সতের কোটি মানুষের জন্যে বিচারক রয়েছে মাত্র ২০ হাজার। ফলে প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে হয় বিচারকদের। এজন্য অনেকেরই বিচার ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলন। তিনি শনিবার দুপুরে মাদারীপুর পৌরসভার উদ্যোগে নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীসহ পৌর নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলন বলেন, অনেকে মারামারি, জমিজমা, আয়করসহ নানা বিষয় নিয়ে বিচারালয় আসেন। তাদের বিচার ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তারপরেও তারা ন্যায় বিচারের আশায় আদালতে আসেন। তবে এদেশে প্রয়োজনের তুলনায় সতের কোটি মানুষের জন্যে বিচারক রয়েছে মাত্র ২০ হাজার বিচারক। ফলে অনেক সময় বিচার সম্পন্ন হতে দেরি হয়ে যায়। এতে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এটা স্বীকার করি।
তিনি এসময় আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে বিচারকদের বেশি বেশি পড়াশুনা আর সততার সাথে কাজ করার আহবান জানান।