একদিনেই মাদারীপুরে করোনায় নতুন আরো ৭০ জন

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে নতুন আরো ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক সদর উপজেলায় ৩৯জন, কালকিনিতে ৮জন, রাজৈরের ১৫জন এবং শিবর্চ উপজেলায় ৮জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৩ জনে। ২৪ ঘন্টায় কোনো রোগী সুস্থ হয়নি এবং কোনো নমুনা প্রেরণ করা হয়নি। জেলায় মোট সুস্থ হয়েছেন ১১৯ জন। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন। গত ৯ জুনের প্রেরিত নমুনার মধ্য থেকে এক সপ্তাহ পরে আজ মঙ্গলবার প্রথম দফায় ৭৫ জনের ফলাফল এসেছে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৩ জনের পজেটিভ আসে। সন্ধায় দ্বিতীয় দফায় আরো ১২০ জনের ফলাফল আসে। এতে আরো ৪৭ জনের পজেটিভ রিপোর্ট আসে। গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফলে নতুন ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
জেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৪হাজার ১৩৬ এবং রিপোর্ট পাওয়া গেছে ৩হাজার ৫৯৭ জনের। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৪২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৩৮জন, শিবচর উপজেলায় ৭২ জন, রাজৈর উপজেলায় ১২৯ জন এবং কালকিনি উপজেলায় ৮৪জন।