উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে মাদারীপুরের ১৪ ইউপিতে ভোট গ্রহন শুরু

শিব শংকর রবিদাস, মিঠুন রায়, অপূর্ব দাস ও মিশন চক্রবর্ত্তী :
মাদারীপুরের ১৪ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীতা উম্মুক্ত করায় উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতিতে ভোট গ্রহন শুরু হয়েছে৷ নির্বাচনে ১৩ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র ঝাউদি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৫ জন আনসার মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের ৩ টি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭১ জন, মেম্বার প্রার্থী ৩ শত ৫৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ১৪ টি ইউনিয়নে ২ লাখ ২১ হাজার ৭’শ ৮৩ জন ভোটার ১৩১টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। যার ভেতরে নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৩’শ ২৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪’শ ৫৯ জন।