মাদারীপুরের ১৪ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

মাদারীপুর প্রতিনিধি :
৩য় ধাপে মাদারীপর সদর উপজেলার ১৪ ইউনিয়নে শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আওয়ামীলীগ কোন দলীয় প্রতীক বরাদ্দ দেয়নি। ফলে উন্মুক্ত নির্বাচনে সকল প্রার্থীই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ঝাউদি ইউনিয়নে সিরাজুল ইসলাম আবুল হাওলাদার (মটরসাইকেল) প্রতীকে ৭৩৪০ ভোট, দুধখালী ইউনিয়নে ফারুক খান (মটর সাইকেল) প্রতীকে ৭২৮১ ভোট, পেয়ারপুর ইউনিয়নে মাহফুজুর রহমান লাবলু তালুকদার (আনারস) প্রতীকে ৫৬২৪ ভোট, খোয়াজপুর ইউনিয়নে জয়নুল আবেদীন মোল্লা ফারুক (ঘোড়া) প্রতীকে ৫৯২৬ ভোট, ছিলারচর ইউনিয়নে তোফিক হোসেন আকন (আনারস) প্রতীকে ৬৮৭৭ ভোট, শিড়খারা ইউনিয়নে মজিবুর রহমান হাওলাদার (টেবিল ফ্যান) প্রতীকে ২৯০৯ ভোট, .বাহাদুরপুর ইউনিয়নে সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম (মটর সাইকেল) প্রতীকে ৩৬৭৯ ভোট, পাঁচখোলা ইউনিয়নে নাসির উদ্দিন মোল্লা টুকু(মটর সাইকেল) প্রতীকে ৪৫৭৩ ভোট, মস্তফাপুর ইউনিয়নে সোহরাব হোসেন খান(আনারস) প্রতীকে ৮৫৩৬ ভোট, ধুরাইল ইউনিয়নে হাবিবুর রহমান হাওলাদার (আনারস) প্রতীকে ২৯৯৪ ভোট, রাস্তি ইউনিয়নে বেল্লাল হোসেন (মটরসাইকেল) প্রতীকে ২৫২০ ভোট, কেন্দুয়া ইউনিয়নে শাহ্ মো : রায়হান কবির (চশমা) প্রতীকে ৫৭৩৯ ভোট, কালিকাপুর ইউনিয়নে ফায়কুজ্জামান বাবুল (মোটরসাইকেল) প্রতীকে ৩৮৬৬ ভোট ও কুনিয়া ইউনিয়নে অমিত হেসেন কবির (টেলিফোন) প্রতীকে ২৫৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।