আড়িয়াল খাঁ নদীতে ডুবে আইএইচটি শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসলে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)’র শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে (১১ মে) সদর উপজেলার কুলপদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার দেশের বাড়ি রাজশাহী জেলায়।
ফায়ার সার্ভিস ও সহপাঠীরা জানায়, মোনায়েম ইসলাম শুভ্র দুপুরে বন্ধু তিতাস রায়, তাছিন, বিপ্লব ও সাঈদের সাথে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় মোনায়েম। পরে বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুজির চেষ্টা করেও কোন খোঁজ পায়নি। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে তারা গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া রাত হওয়ার আমাদের উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে। শুক্রবার উদ্ধার কাজ শুরু হয়।’
এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্ধুদের সাথে গোসল করার সময়ে সাঁতার না জানায় ওই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানতে পেরেছি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সাথে পুলিশ সদস্যরা খোঁজ করছে।’