আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষে নারীসহ আহত ১০

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া বড়ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার মৃত ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা (২৫) ও মোহাম্মদ লিটন মোল্লা (৩৫), নুরু মোল্লার ছেলে শাহিন মোল্লা (৪০), আশরাফ হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩০), আকুব আলী দর্জির ছেলে কেরামত আলী দর্জি (৪০), আলী আহম্মদ দর্জির ছেলে রবিন দর্জি (১৭), হারুন দর্জির ছেলে সুমন দর্জি (৩২), মৃত আকুব আলী দর্জির ছেলে আলী আহম্মদ দর্জি (৪৫), আদম আলী দর্জির ছেলে নাঈম দর্জি (২২), আলী আহম্মেদ খানের স্ত্রী রেহেনা বেগম (৩৫)। এই ১০ জন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টার দিকে মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন দর্জির ছেলে আক্তার দর্জি ও তার দুই ভাগনে চতুরপাড়া বড়ব্রিজ এলাকায় গিয়ে বেশ কয়েকটি আতশবাজি ফোটায়। বাজির বিকট শব্দে বিরক্ত হয়ে স্থানীয় দোকানিসহ কয়েকজন প্রতিবেশিরা প্রতিবাদ করেন। কিন্তু এরপরেও তারা বাজি ফোটানো বন্ধ না করলে বড়ব্রিজ এলাকার ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা ইউপি সদস্যের ছেলে আক্তার বাঁধা দেয়। এ সময় আক্তার দর্জি ও হাসান মোল্লার মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দুজনের হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এর আগেই সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবু সফর হাওলাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ১০ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের শরীরে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত। বড় ধরণের ইনজুরি কারো নেই।’
সংঘর্ষে আহত শাহিন মোল্লা বলেন, ‘বড়ব্রিজ এলাকায় দোকান করি। দর্জি বাড়ির পোলাপানে কিছুক্ষণ পরপর দোকানের সামনে এসে বাজি ছুড়ে মারে। ইচ্ছা করে ওরা মানুষের মধ্যে বাজি ফুটায়। ওদের বাজি ফুটাইতে না করায় ওরা দল বেঁধে এসে আমাগো একসাঙ্গে হামলা করে। ওদের হামলায় আমরা তিন ভাই আহত হইছি। আমাদের চাইনিজ কুড়াল দিয়া মাথায় ও পিঠে কোপাইছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
আহত আরেক যুবক হাসান মোল্লা বলেন, আমাদের অপরাধ ওদের বাজি ফুটাইতে বাঁধা দিলাম কেন? এই কারণে মেম্বার আবুল হোসেন ও তার ছেলে দলবল নিয়ে এসে আমাদের ওপর অর্তকিত হামলা করে। তারা হকিস্টিক, চাইনিজ কুরাল দিয়া আমাদের আঘাত করে। আমরা এই ঘটনার বিচার চাই।’
জানতে চাইলে মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন দর্জি বলেন, ‘আমার ছেলে ও ভাগ্নেরা বাজি ফোটায় নাই। এলাকার ছোট ছোট ছেলেরা সামনে ঈদের আনন্দে বাজি ফুটায়। এ নিয়ে মোল্লা আর দর্জি বংশের লোকদের মধ্যে হাতাহাতি খবর শুনেছি।’
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সংঘর্ষে দুপক্ষের লোকজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ওসি আরও বলেন, ‘আতশবাজি বা পটকাবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই বাজি বিক্রি করবে বা যারা সংরক্ষণ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।