আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি:
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই বিদেশী রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে বলে দাবী করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান। তিনি মঙ্গলবার দুপুরে মাদারীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাতের আর্থিক সাহায্যের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
শাজাহান খান বলেন, দেশে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অনেক ভালো। যে কারণে মানুষের নিরাপত্তাও অনেকটা ভালো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের যে কথা বলা হয়েছে, মূলত সব দেশের রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, তাদের বিষয়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাববে। সরকার তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও ভাবছে।’
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান আরো বলেন, ‘বিএনপি বিভিন্ন দেশে আমাদের নিষেধাজ্ঞার জন্যে তদবীর করেছিল কিন্তু তাদের সেই তদবীর কাজে আসেনি। ফলে প্রধানমন্ত্রী বলেছেন আগামীতে যেসব দেশ নিষেধাজ্ঞা দিবেন, তাদের থেকে কোন মালামাল ক্রয় করা হবে না। এতে বোঝা যায়, দিন দিন বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’
২০২২-২৩ অর্থ বছরে মাদারীপুর জেলায় সরকারী যাকাত ফা-ের মাধ্যমে সহায়দের মাঝে ২ শ ৯১ জন ব্যক্তিদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। সর্বনিন্ম ৩ হাজার থেকে সর্ব্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদানের চেক দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, জেলা যাকাত কমিটির সদস্য সচিব আবদুর রাজ্জাক রনি ও পৌরসভা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমীন।