শিবচর থেকে লক্ষাধিক মানুষ পদ্মা সেতুর প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার ঘোষনা চীফ হুইপ লিটন চৌধুরীর

মো: আবু জাফর ও মিশন চক্রবর্ত্তী :
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর জনসভায় শিবচর থেকে লক্ষাধিক মানুষ যোগ দিবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী। বৃহস্পতিবার শিবচরের কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এ ঘোষনা দেন। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন চীফ হুইপ বৃষ্টিতে ভিজেই উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মরহুম সালাম তালুকদার ও কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম চাঁনমিয়া চৌকদারের কবর জিয়ারত করেন। পরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বাংলাবাজার ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরে শিবচরের যে পরিবর্তন হবে তা আমরা এখনো ভাবতে পারছি না। পদ্মা সেতু ও রেল লাইন চালু হওয়ার পরে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে, বড় বড় প্রকল্প করবে। আমাদের আগামীর প্রজন্মের জন্য সব ধরনের সুযোগ সুবিধা তৈরি হবে। এই পদ্মা সেতু নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। উদ্বোধনের তারিখ নির্ধারনের পর থেকে একটার পর একটা আগুন দেয়া হচ্ছে। কারন বঙ্গবন্ধুর জন্মস্থান বৃহত্তর ফরিদপুর আর ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা যেন সহজ না হয় এই কারনেই ষড়যন্ত্র করা হচ্ছে। সেতু চালু হলে আমরা ৬ মিনিটেই পদ্মা পাড়ি দিতে পারবো। তাই আগামী ২৫ জুন শুধু পদ্মা সেতু উদ্বোধনই না, যারা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের জবাব দেয়ার জন্যই প্রধানমন্ত্রীর জনসভায় আমাদের যেতে হবে। যারা এখনো ষড়যন্ত্র করছে তাদেরকে ঐ জনসভার মাধ্যমেই জবাব দিতে হবে। ভবিষ্যতে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে তারও জবাব দিতে হবে। বঙ্গবন্ধুর পরিবারকে দেশে বিদেশে যেভাবে হেয় করা হয়েছে তারও জবাব দিতে হবে। আপনারা জানেন এই পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লক্ষাধিক মানুষ অংশ গ্রহন করবে। তাই যেই মাটিতে এই সেতু হচ্ছে, যে মাটিতে এই জনসভা হচ্ছে আমরা শিবচর থেকে এক লক্ষ মানুষ জনসভায় অংশ গ্রহন করবো। পরিবারের সবাইকে নিয়ে জনসভায় যেতে হবে। পদ্মা সেতুর অনুষ্ঠান হবে বাংলাদেশের সবচেয়ে আনন্দের বড় অনুষ্ঠান।
চীফ হুইপ আরো বলেন, আপনারা জানেন যে ১৯৭৪ সনে যখন আমার পিতা সংসদ সদস্য তখন কিন্তু আমাদের যোগাযোগের ব্যবস্থা ছিল নদীপথ। তখন তাদের একটি স্বপ্ন ছিল যে, ঢাকা থেকে টুঙ্গিপাড়া হয়ে খুলনা পর্যন্ত যদি একটি রাস্তা আমাদের শিবচরের উপর দিয়ে যায় তাহলেই এই পদ্মা সেতু হবে এবং আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ১৯৭৪ সালে ওই বাজেটে বঙ্গবন্ধু এই মহাসড়কের জন্য সর্ব প্রথম টাকা বরাদ্দ দেয়। আপনারা যারা মুরব্বি আছেন তাদের হয়ত মনে আছে ১৯৭৪ সালের পরেই ৭৫ এর দিকেই কিন্তু মাটির কাজ শুরু হয়। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার কারনে এই রাস্তার কাজ বন্ধ করে দেয়া হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো অনেক আগেই আমরা এই পদ্মা সেতু পেতাম। পরবর্তীতে ১৯৯৬ সালে আপনাদের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে বঙ্গবন্ধুকন্যা আবারও প্রধানমন্ত্রী হন। ২০০১ সালে আমরা এই পদ্মা সেতুর ভিত্তি স্থাপন করি। ২০০১ সালে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো তাহলে তখনি কিন্তু আমরা পদ্মা সেতুর কাজ শুরু করতে পারতাম। ২০০১ সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে না দিয়ে এই পদ্মা সেতুর নিয়ে টালবাহানা শুরু হয়। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর কাজ শুরু করেন। এই পদ্মা সেতু শুধু আমাদের স্বপ্নের সেতু নয় এই পদ্মা সেতু আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু। আজকের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী যারা তারা হয়ত গত ৩০ বছর আগের কথা ভাববে না। এই কতুবপুর স্কুলে আমিও নৌকায় এসেছি। এই কুতুবপুর বাজার থেকে শিবচর পর্যন্ত আমিও পায়ে হেঁটে গেছি। হাঁটা ছাড়া কোন পথ শিবচরে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর কারনে এখানে আমরা রাস্তা, ঘাট, ব্রীজ, কালভার্ট করতে পেরেছি। আমাদের স্কুল ঘরগুলো টিনের ছিল। একটি ছোট ভবন পেতেই আমাদের অনেক কষ্ট হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার পরিবেশ সুষ্ঠ রাখার জন্য এখন তিনি যেই ভবনই দিচ্ছেন তা চার তলা ভবন দিচ্ছেন। এই স্কুলগুলোতে আধুনিক শিক্ষার মান বাড়াতে তিনি কম্পিউটার ল্যাব করে দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইনি তবু তিনি আমাদের জন্য রেল সড়কের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা শুনে আনন্দিত হবেন এই রেল সড়কের মধ্যে একটি স্টেশন হবে যার নামকরন করা হয়েছে পদ্মা রেল স্টেশন সেটা এই কুতুবপুরের মাটিতেই হবে। পদ্মা সেতু এখনো উদ্বোধন হয়নি তার আগেই কিন্তু এই কুতুবপুরেই অনেক মেগা প্রকল্প শুরু করা হয়েছে। আমরা পদ্মা সেতুর সাথে রেল পেয়েছি। আপনারা জানেন আমরা দ্বিতীয়খন্ডে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ শেষ করে ক্লাস শুরু করেছি। আমরা শিবচরে শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। মা ও শিশুদের চিকিৎসা সেবার জন্য ইতমধ্যেই আমরা তিনটি মা ও শিশু হাসপাতালের কাজ শেষ করেছি। শিবচরে আমরা আইএসটি করছি যা কিছু দিনের মধ্যেই কাজ শেষ হবে। শিবচরে ম্যাটস হচ্ছে যেখানে আমাদের ছেলে মেয়েরা লেখা-পড়ার সুযোগ পাবে। শিবচরে আরেকটি টেকনিক্যাল ইনস্টিটিউট হবে যেখানে আমাদের ছেলে মেয়েরা সুযোগ পাবে। শিবচরে নার্সি ইনস্টিটিউট, টেক্সটাইল কলেজ যেখানে আমাদের ছেলে মেয়েরা পড়ার সুযোগ পাবে। বাংলাদেশের সবচেয়ে বড় ফন্টিয়ার টেকনোলজি আইটি ইনস্টিউিট সেটা কিন্তু এই কুতুবপুরের মাটিতে আমরা দিয়েছি। শুধু বাংলাদেশ না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে অডিটোরিয়াম কনভেনশন সেন্টার সেটা আছে বম্বে ৫ হাজার ৫শ লোকের। আমরা দ্বিতীয় বৃহৎ কনভেনশন সেন্টার মুজিব কনভেনশন সেন্টার আমরা পদ্মার পাড়ে করতে যাচ্ছি যেখানে ৫ হাজার লোক একসাথে বসতে পারবে দশ হাজার লোক একসাথে মিটিং করতে পারবে ফোর স্টার হোটেল থাকবে। এই যে তাঁতপল্লী। এই তাঁতপল্লী হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এই তাঁতপল্লীর গুরুত্ব কত বেড়ে গেছে। আমাদের যে বেনারসি, আমাদের যে তাঁত, আমাদের যে মসলিন শাড়ি সবকিছু এখানে তৈরি হবে, বিক্রি হবে। এখানে স্কুল থাকবে, মার্কেট থাকবে, বিয়ে করার জন্য কনভেনশন সেন্টার থাকবে। আধুনিক একটি তাঁতপল্লী আমরা ২২ শ কোটি টাকায় করছি। আমাদের কনভেনশন সেন্টার, হাউজিং এর কাজ শেষ হয়েছে। আমরা শিবচরে ৩ হাজার একর জমির মধ্যে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি আমরা করবো। যেখানে অলিম্পিক হওয়ার আগে যে গেমগুলি হয় তা হবে।