রেল যোগাযোগ দক্ষিনাঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে-নিক্সন চৌধুরী এমপি

শিব শংকর রবিদাস, মোহাম্মদ আলী মৃধা, অপূর্ব দাস ও মো: হাসান মোল্লা :
ঢাকার সাথে রেল যোগাযোগ দক্ষিনাঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে বলে দাবী করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। মঙ্গলবার ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা জংশন, শিবচরের ২টি স্টেশন পদ্মা সেতু হয়ে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ট্রাক কার ও ৭ বগি বিশিষ্ট অত্যাধুনিক ট্রেনটি। অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমপি নিক্সন চৌধুরী উচ্ছ্বসিত কন্ঠে এসব কথা বলেন। সকাল থেকেই রেলপথ সংলগ্ন এলাকাজুড়ে ছিল সাজ সাজ রব। এদিন দুপুর ১টা ১৮ মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা জংশন, শিবচরের ২টি স্টেশন পদ্মা সেতু হয়ে বিকেল ৩ টা ২০ মিনিটে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ট্রাক কার ও ৭ বগি বিশিষ্ট অত্যাধুনিক ট্রেনটি। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে রেলমন্ত্রী বিফ্রিং করেন। মঙ্গলবার সকাল থেকেই রেলপথ সংলগ্ন এলাকাজুড়ে ছিল সাজ সাজ রব। এদিন দুপুর ১টা ১৮ মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা জংশন, শিবচরের ২টি স্টেশন পদ্মা সেতু হয়ে বিকেল ৩ টা ২০ মিনিটে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ট্রাক কার ও ৭ বগি বিশিষ্ট অত্যাধুনিক ট্রেনটি। সেখানে এক প্রেস ব্রিফিং করে রেলমন্ত্রী ।

এসময় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের এই দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষ কোনদিন কল্পনাও করেনি তারা ট্রেনে চড়ে ঢাকা যাবে। ইতমধ্যেই পদ্মা সেতু ও এক্সপ্রেস হাইওয়ে হওয়ার কারনে মানুষ অনেক সুফল পাচ্ছে। আর ট্রেন যোগাযোগ শুরু হলে আমাদের এই অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ তিনি আমাদের এত বড় উপহার দিয়েছেন।