যথাযোগ্য মর্যাদায় শিবচর বাখরের কান্দি পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে ও স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় শোক দিবস পালন

মো: ফয়েজ চৌধুরী :
যথাযোগ্য মর্যাদায় শিবচর বাখরের কান্দি পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে ও স্বাস্থ কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের অধিনে নির্মিত শিবচরের বাখরের কান্দি পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভার্চুয়াল পদ্ধতিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী শারফুল ইসলাম সরকার । এ সময় স্বাবলম্বী সমাজ উন্নয়ন সংস্থা (এসএসইউএস) এর চেয়ারম্যান আজাদ মিয়া, শিক্ষা বিশেষজ্ঞ ডঃ মাহফুজুল ইসলাম, স্বাস্থ বিশেষজ্ঞ ডাঃ একেএম সামসুদ্দিন, সহকারী প্রকৌশলী জনাব ইলিয়াছ আহমেদ রিটু, বাখরের কান্দি পুনর্বাসন কেন্দ্রের সভাপতি ও শিবচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ নুরুল ইসলাম মাদবর প্রমূখ উপস্থিত ছিলেন।