বাংলাবাজারে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, চীফ হুইপ লিটন চৌধুরীসহ নের্তৃবৃন্দ, স্মরনকালের বড় জনসভার ঘোষনা

শিব শংকর রবিদাস, মোহাম্মদ আলী মৃধা, মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তী :
আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কাঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাটে আমার মনে হয় স্মরনকালের বৃহত্তম জনসভা হবে। যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আজকের এই পদ্মা সেতু যার স্বপ্ন, এই পদ্মা সেতু যার কমিটমেন্ট, যে পদ্মা সেতুর জন্য যিনি পারিবারিকভাবেও অপমানিত হয়েছেন। সেই বঙ্গবন্ধু কন্যা এখানে ভাষন দিবেন। তার স্বপ্নের সেই পদ্মা সেতু, বাঙ্গালীর সক্ষমতার পদ্মা সেতু এবং অপমানের প্রতিশোধের পদ্মা সেতু। শিমুলিয়া পাড়ের সুধি সমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কিন্তু মূল জনসভা হবে সেদিন ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে। এখানে বেলা ১১ টা থেকে আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে আগের রাত থেকেই মানুষ এখানে আসতে শুরু করবে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শনকালে রবিবার সন্ধা ৭ টার দিক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এসময় নেতৃবৃন্দ জনসভার বিভিন্ন স্পট ঘুরে দেখেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম ,মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, ওসি মো: মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।