প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের জনসভা হবে ৭ মার্চের পরে সবচেয়ে গুরুত্বপূর্ন জনসভা-চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, অপূর্ব দাস, মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তী :
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে বুধবার পরিদর্শন করেছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো: মজিবুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নাঈম রাজ্জাক এমপি। পরিদর্শন শেষে তারা শিবচর উপজেলা নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর জনসভায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তারা স্বেচ্ছাসেবকদের করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর সাদেক, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার) প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চীফ হুইপ নূর-ই আলম চেীধুরী বলেন, এই জনসভা হবে ৭ মার্চের পরে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ন জনসভা। এই জনসভা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদের জনসভা। এই জনসভা আমাদের অহংকারের জনসভা। এই জনসভা প্রেস্টিজের জনসভা। এই জনসভা নতুন প্রজন্মেও কাছে অহংকারের জনসভা।