পদ্মা সেতু নিয়ে মানুষ যেন আনন্দ করতে পারে, বেড়াতে পারে তার সকল সুবিধা সরকার করবে- চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায়, মিশন চক্রবর্ত্তী ও তুষার সাহা :
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর সুফলতো মাত্র শুরু হয়েছে। আমাদের এখানে পর্যটক যারা আসবে তাদের জন্য ব্যবস্থা হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেখে গেছেন। মানুষ যেন আনন্দ করতে পারে, বেড়াতে পারে তার সকল রকমের সুযোগ সুবিধা সরকার করে দেবে।
মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে পদ্মা সেতু উদ্বোধনের উপলক্ষে ৬ দিনব্যাপী জমকালো সাংস্কৃতিক উৎসব বর্নিল আয়োজনের শেষ দিন বৃহস্পতিবার রাতে চীফ হুইপ এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, দুদক কমিশনার ড.মোজাম্মেল হক খান, ভারত স্কাউটস এন্ড গাইডস চীফ কমিশনার শ্যামল কুমার বিশ্বাস, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী আরো বলেন, আমাদের পদ্মা সেতু উদ্বোধনে লক্ষ লক্ষ মানুষ এসেছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানেও হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করেছে। ইতমধ্যেই কিন্তু মানুষ পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছে। আমরা যতদিন বেঁচে থাকবো এই আনন্দ আমাদের ঘরে ঘরে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া আমাদের উপর থাকলে দক্ষিনবঙ্গের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।