পদ্মা সেতু নিয়ে ‘কটূক্তি’ করায় যুবক আটক

নোয়াখালীর হাতিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে মো. তাজুল ইসলাম তপন (৩০) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে হাতিয়া পৌরসভার লক্ষ্মীদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বুধবার বিকেলে তাজুলকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আটক তাজুল উপজেলার হাতিয়া পৌরসভার লক্ষ্মীদিয়া এলাকার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তাজুল ঢাকা থেকে হাতিয়ায় আসেন। মঙ্গলবার রাতে স্থানীয়রা তাকে এলাকায় দেখে আটক করে থানায় খবর দেয়। পুলিশ তাকে আটক করে এবং মোবাইল জব্দ করে।

ওসি আমির হোসেন বলেন, চাকরি করার সুবাদে ঢাকায় বসবাস করেন। পদ্মা সেতু উদ্বোধনের পর সেতু নিয়ে একাধিক কটূক্তিমূলক পোস্ট দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তিমূলক স্ট্যাটাস পাওয়া যায় তার ফেসবুকে। তার ব্যবহৃত ফেসবুক আইডিতে অনেকগুলো সরকারবিরোধী পোস্ট পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।