পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজায় প্রায় ১৮ মিনিট টোল সংগ্রহ বন্ধ

মিশন চক্রবর্ত্তী :
বিদ্যুত চলে যাওয়ার পর জেনারেটর গোলযোগে বা সমস্যার কারনে পদ্মা সেতুর টোল প্লাজায় প্রায় ১৫ মিনিট টোল সংগ্রহ বন্ধ ছিল। বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট পর্যন্ত প্রায় ১৮ মিনিট সময়কালে বিদ্যুত না থাকায় টোল সংগ্রহ বন্ধ থাকে। এসময় টোল প্লাজায় আটকে পড়ে যাত্রীবাহী বাস,ট্রাক,এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পে বারবার জেনারেটর সমস্যায় টোল সংগ্রহ বন্ধ থাকায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। টোলে কর্তব্যরতরা জানায় বিদ্যুত চলে যাওয়ার পর জেনারেটরে সমস্যার কারনে টোল সংগ্রহ বন্ধ রয়েছে।
এক বাস চালক বলেন, পদ্মা সেতুর টোল প্লাজায় যদি বিদ্যুৎ না থাকে আর জেনারেটরের তেল না থাকায় যদি টোল আদায় বন্ধ থাকে তাহলেতো অনেক সমস্যা। এই দেখেন কয়েক মিনিটেই গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। এর মধ্যে রোগীবাহী এ্যাম্বলেন্স, গরুবাহী ট্রাকও রয়েছে। এটা কর্তৃপক্ষের দেখা উচিত।
জাজিরা টোল প্লাজার টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, টোল আদায় বন্ধ না, এটা টেকনিক্যাল সমস্যা। ঠিক হয়ে যাবে।