পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড, একদিনে ছাড়ালো ৪ কোটি টাকা

পদ্মা সেতুতে শুক্রবার (৮ জুলাই) ৩১হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০টাকা। যা এপর্যন্ত একদিনে টোল আদায়ের সর্বোচ্চ। এবং প্রথমবারের মতো একদিনে ৪কোটি টাকা আদায় হয়েছে।

শনিবার (৯জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পারি দিয়েছে ১৯হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭লাখ ৫০হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপর দিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পারি দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন, যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১লাখ ৮৯হাজার ৪শ টাকা।

ড. মাহমুদুর রহমান জানান, গতকাল পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিলো ব্যাক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩হাজার ১৫৯টি টি ছিলো ব্যাক্তিগতগাড়ি। এছাড়া বাস পারাপার হয়েছে ৭হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।