পদ্মা সেতুতে আরো ১৮টি ল্যাম্পপোস্টে বাতি জ্বললো

মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তী :
স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে আরো ১৮টি ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয়েছে । রবিবার সন্ধ্যায় এই পরীক্ষামূলক বাতি জ্বালানো হয়। এর আগে শনিবার ১৯ নম্বর স্প্যান পর্যন্ত ২৪টি বাতি জ্বালানো হয়। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন।
সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, এখন থেকে প্রতিদিনই পদ্মা সেতুতে ল্যাম্পপোস্টে বাতি জ্বলবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।