মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মাদারীপুরে ৩ ফার্মেসিকে জরিমানা

কালকিনি প্রতিনিধি :
মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মাদারীপুরের কালকিনিতে ৩ ফার্মেসিকে ১৭ ’হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউস এ জরিমান করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউস এর নের্তৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় পৌর এলাকার ভূরঘাটা (মজিদবাড়ি) বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেলোডী ড্রাগ হাউসকে ৫ হাজার, আর এন ফার্মেসিকে ৬ হাজার ও আলাউদ্দিন ড্রাগ হাউসকে ৬ হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউস বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।