মাদারীপুরে শান্তির শপথ নিয়ে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

কালকিনি প্রতিনিধি :
প্রায় ৩৫ বছরের বিরোধ ছেড়ে মাদারীপুরের ডাসারে শান্তির পক্ষে শপথ নিয়ে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী। বিটপুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্টানে ঢাল-শরকি, রামদা ও টেঁটাসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামানের হাতে জমা দেন তারা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে অস্ত্র জমা দেয়ার খবরে ওই এলাকার সাধারন জনগনের মাঝে আনন্দ বিরাজ করছে। এই ঘটনায় গ্রামবাসির প্রতি সন্তোষ প্রকাশ করে ওসি বলেন, বিরোধ ও সংঘাত কোন মঙ্গল বয়ে আনে না। ঘরে ঘরে অস্ত্র নয়, অস্ত্রের বদলে ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ রাখেন। আপনারা সংঘাত ছেড়ে শান্তির পথে ফিরে আসছেন তাই আপনারা এই শপথ বলবত রাখবেন। আমি শান্তি চাই সংঘাত চাই না।
জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে খান ও মল্লিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে প্রায় ৩৫ বছর ধরে বিরোধ চলে আসছে। এর ফলে উভয় পক্ষ মামলা হামলা ও ভাংচুর লুটপাটসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পরেছেন। এতে করে ওই এলাকার যুব সমাজও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে ধবংস হয়ে পড়ছে, কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এই দীর্ঘ বছরের বিরোধ নিরসনকল্পে ডাসার থানা পুলিশের উদ্যোগে ওই এলাকার প্রায় দুই হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে খাতিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে বিটপুলিশিং ও মতবিনিময় সভার আয়োজন করে। পরে সেখানে দুই পক্ষের লোকজন উপস্থিত হয়ে দেশীয় অস্ত্র জমা দেন এবং শান্তির পক্ষে শপথ নেন। এসময় ডাসার থানার পরিদর্শক (তদন্ত) মো. মনজুরুল ইসলাম, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. মিতন মোল্লা, সাধারন সম্পাদক মো. গিয়াসউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মতিন হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।