মাদারীপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া ২২২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার খাসেরজাট বাজারে এই অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, কালকিনি উপজেলার খাসেরজাট বাজারে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করা হচ্ছে বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরকে জানানো হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় বাজারের রবিন্দ্র নাথ কুন্ডুর দোকানে বোতল খালি করে ওজনে কমিয়ে সয়াবিন তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ২৭০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। একই সময় বাজারের ফরাজ স্টোরে বেশি দামে তেল বিক্রির দায়ে ১৯৫৪ লিটার তেল জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ হওয়া তেল খুচরা বাজারে নায্য দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। এদিকে নিয়মিত বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রনে আনার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।