মাদারীপুরে বেশি দামে আদা বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা

কালকিনি প্রতিনিধি :
বেশি দামে আদা বিক্রি করায় মাদারীপুরের কালকিনিতে মো: ইব্রাহীম নামে এক পাইকারী ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে কালকিনি মজিদ বাড়ী (ভুরঘাটা) বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন মাদারীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
অভিযানের নেতৃত্বে থাকা জান্নাতুল ফেরদৌস জানান, মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না থাকায় কালকিনি ভুরঘাটা বাজারের পাইকারী ব্যবসায়ী মো: ইব্রাহিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সবাইকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রেতা ও বিক্রেতাসহ সকলকে সামাজিক দুরুত্ব বজায় রাখতে নির্দেশনাও দেওয়া হয়। তিনি আরও জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জেলার বিভিন্ন বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।