মাদারীপুরে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম থেকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। লম্বা লেজ, ডোরাকাটা শরীর ও চোকামুখ বিশিষ্ট প্রাণীটিকে দেখতে ইতোমধ্যে সেখানে ভীড় করছেন শত শত মানুষ। বিরল প্রজাতির প্রাণীটির জীবন বাঁচাতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছে স্থানীয়রা। বিভাগীয় বন কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করা হলেও এখনো প্রানীটিকে সংরক্ষনের কোন উদ্যোগ নেয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে অদ্ভুত একটি একটি প্রাণীকে দেখতে পায় স্থানীয় কয়েকজন যুবক। এ সময় তারা ওই প্রাণীটিকে ধরে আটকে রাখে।

স্থানীয় বাসিন্দা সবুজ বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে দেখি মুরগি খাওয়ার চেষ্টা করছে প্রাণীটি। পরে স্থানীয় লোকজনরা মিলে সেটিকে আটকে করি। আমরা ওই প্রাণীটিকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। কিন্তু প্রাণীটি কিছুই খাচ্ছে না।’

আলী আকবর নামে অপর এক বাসিন্দা বলেন, ‘এমন প্রাণী আগে কখনো দেখিনি। আমরা এই প্রাণীটিকে সংরক্ষণের দাবি জানাচ্ছি।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘বিরল প্রজাতির প্রাণিটিকে রক্ষার জন্য বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রাণীটি উদ্ধার করে বনে অবমুক্ত করবে।’