মাদারীপুরে পালরদ্দি নদীতে ডুবে শিশু নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদ্দি নদীর পাড় খেলতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ আরাফাত নামে আড়াই বছর বয়সের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ আব্দুল্লাহ আরাফাত পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আলাই ভান্ডারীর ছেলে। পরে খবর পেয়ে থানা পুলিশের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে ওই শিশুকে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোন সন্ধান মেলেনি।
জানা যায় , শনিবার দুপুরে শিশু আব্দুল্লাহ আরাফাত একা নদীর পাড় খেলতে যায়। এসময় হঠাৎকরে তার পা পিছলে পড়ে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বিকেলে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীর তিন কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এদিকে নদীতে ডুবে শিশু আব্দুল্লাহ আরাফাতের নিখোঁজের ঘটনায় তার স্বজনদের মাঝে আহাজারী চলছে।
নিখোঁজ শিশুর মা পারভিন বেগম আহাজারী করে বলেন, জীবিত হোক বা মৃত অবস্থায় হলেও আমার সন্তানকে আমি এক নজর দেখতে চাই। আমার সন্তানের দেহটা আমার কাছে ফিরিয়ে দিন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব-কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, আমরা নদীতে আব্দুল্লাহ আরাফাতের সন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছি।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই মোঃ কাঞ্চন মিয়া বলেন, ঘটনা শোনার সঙ্গে-সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয়ে বিভিন্ন উপায়ে নদী থেকে নিখোঁজ আব্দুল্লাহ আরাফাতের সন্ধানের চেষ্টার কোন ত্রুটি করিনি। এ উদ্ধার তৎপরতা রাত পর্যন্ত চলবে।