মাদারীপুরে কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংশ

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত ৪ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২ শ কেজী কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে মাদারীপুর র‌্যাব-৮ কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এর নের্তৃত্বে কালকিনির গোপালপুর হাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে আটক করে বাংলাদেশ দন্ডবিধির মৎস সম্পদ ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা মোতাবেক প্রত্যেককে ৫ হাজার টাকা কওে মোট ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এসময় জব্দকৃত প্রায় ২শ কেজী কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। যার বাজার মূল্যে ৪ লক্ষাধিক টাকা।