মাদারীপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকের বেতন আটকে রাখার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর মাহমুদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহজাহানের বিরুদ্ধে মোঃ ইউনুছ শেখ নামের একজন সহকারী শিক্ষকের বেতন আটকে রাখাসহ নানাভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ভূক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার দুপুরে মাদারীপুরে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
ভূক্তভোগীর অভিযোগে জানা গেছে, উপজেলার আন্ডারচর মাহমুদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দীর্ঘ কয়েক বছর ধরে ইংরেজী শিক্ষক হিসেবে মোঃ ইউনুছ শেখ চাকুরী করে আসছেন। তার যোগদানের পর থেকে তাকে তার প্রাপ্ত প্রতিমাসের বেতন নিয়মিতভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ দিয়ে আসছেন। কিন্তু হটাৎ করে গত বছরের আগস্ট (২০১৯ইং) মাসের বেতন ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষ আটকে রাখেন। এদিকে ভূক্তভোগী শিক্ষক ইউনুছ শেখ অধ্যক্ষ শাহজাহানের বিরুদ্ধে শিক্ষার্থীদের পরিক্ষায় নকল করাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করলে অধ্যক্ষের নির্দেশক্রমে গত বছর ৯ সেপ্টেম্বর কর্মচারিরা শিক্ষক ইউনুছ শেখকে মারধোর করে। এর প্রতিবাদ করলে শিক্ষক ইউনুছ শেখকে মাদ্রাসার শৃংঙ্খলা পরিপন্থির অভিযোগ এনে ০৯-০৭-১৯ই থেকে ২১-০৭-১৯ই পর্যন্ত সাময়িক বরখাস্ত করেন। অসহায় শিক্ষক একাধিকবার তার বেতনের কথা অধ্যক্ষকে বললে তাকে তার প্রাপ্য বেতন না দিয়ে হয়রানি করে আসছেন অধ্যক্ষ শাহজাহান। উপায়ান্ত না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমানের কাছে বকেয়া বেতন করার দাবীতে লিখিতভাবে আবেদন করেন। এখন শিক্ষক ইউনুছ আর্থিক কষ্টে তার বেতন না পেয়ে বিভিন্ন অফিসের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
ভূক্তভোগী শিক্ষক ইউনুছ শেখ বলেন, ‘আমি অধ্যক্ষের অনিয়মের কথা বলায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার বেতন আটকে রাখেন। আমি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমানের কাছে লিখিতভাবে জানালে ও অধ্যক্ষ আমার বেতন করেন নাই। বরং আমাকে তার লোকজন দিয়ে মারধোর করেছে। তিনি আমার কাছ থেকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়েছেন। এখন আমাকে হুমকী দিয়ে আসছে। আমি অসহায় তাই আমি আজ নিরুপায়।’
আন্ডারচর মাহমুদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহজাহান বলেন, ‘সে চাকুরী থেকে পদত্যাগ করায় তার ওই মাসের বেতন করা যায় নাই।’
কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান বলেন, ‘আমি ওই শিক্ষকের বেতনের বিষয়টি দেখার জন্য অধ্যক্ষকে বলে দিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘আমি শিক্ষক ইউনুছের অভিযোগ পেয়ে তদন্ত করেছি। সে নাকি স্বেচ্ছায় পদত্যাগ করেছে। তাই তার ওই মাসের বেতন করতে পারে নাই মাদ্রাসা কর্তৃপক্ষ।’