মাদারীপুরে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনির মিয়ার হাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার মিয়ার হাট বাজারে সোমবার গভীর রাতে একটি ভ্যান গ্যারেজ থেকে বৈদুৎতিক সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে মূহুর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালকিনির ২টি ও মাদারীপুরের ১টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে অগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে শফিকুল ইসলাম খানের সাইকেল ও ভ্যান গ্যারেজ,কাওছার সরদারের মটর সাইকেলের গ্যারেজ,সুমন মন্ডলের ওয়ার্কসপ ও শংকর শিকারীর আলমিরার কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেন।
কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খোকন জমাদ্দার বলেন,আমরা সংবাদ পেয়ে দ্রুত গিয়ে আগুন নিভাতে সক্ষম হই। ৫ টি দোকান পুড়ে গেলেও অন্যান্য দোকানের মালামাল বাঁচাতে সহায়তা করি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, আগুনে ক্ষতি গ্রস্থদের সরকারী সহায়তা প্রদান করা হবে।