বিপুল সংখ্যক ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে মাদারীপুরে ১৩ ইউনিয়নে ভোট গ্রহন শুরু

শিব শংকর রবিদাস, মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তী :
বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলার ১৩ ইউনিয়নে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটাররা শান্তিপূর্নভাবেই ভোট দিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ প্রতি কেন্দ্রে ৬ জন পুলিশ, ১৭ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৩টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।
রমজানপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭৫ জন। এছাড়া মোট সংরক্ষিত নারী সদস্য পদে ১ শ ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার ৮২ হাজার ১শত ৪৩ জন ও পুরুষ ভোটার ৮৭ হাজার ৪শত ৯০জন ভোটার ।