পৌরসভা নির্বাচন : মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

কালকিনি প্রতিনিধি :
কালকিনি পৌরসভা নির্বাচনে প্রতিহিংসার জের ধরে আওয়ামী লীগের দলীয় নির্বাচনী প্রতীক একটি নৌকা রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে পৌর এলাকার কাশিমপুর বাজারে এ ঘটনা ঘটে। খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সকালে দূর্বৃত্তকারীদের বিচারের দাবীতে ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। জানা গেছে, আগামি ১৪ ফেব্রুয়ারী কালকিনি পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফের সমর্থকরা পৌর এলাকার কাশিমপুর বাজারে কাপড় দিয়ে মোড়ানো একটি নৌকার তোরন নির্মান করেন। ওই নৌকার তোরনটি রাতের আধারে ৭-৮ জন দুর্বৃত্তরা মিলে অগ্নিসংযোগ করে। এতে নৌকার তোরনটির নিচের অংশ পুড়ে যায়। খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সকালে দুস্কৃতিকারীদের বিচারের দাবীতে ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, কাশিমপুর সেন্টার কমিটির আহবায়ক মোশারফ হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা সেকেন সরদার, মুক্তিযোদ্ধা মজিবর হাওলাদার, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা চায়না খান, আওয়ামী লীগ নেতা শহিদুল সিকদার ও হুমায়ন বেপারী প্রমুখ।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ বলেন, যারা নৌকার তোরন পুড়িয়েছে তারা নৌকার গনজোয়ার দেখে ভয়ে পাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, আমরা নৌকা পোড়ানোর ঘটনায় মামলা করবো।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।