পৌরসভা নির্বাচন : মাদারীপুরের কালকিনিতে আওয়ামীলীগ বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। আহতরা হলেন খালেক সরদার-(৬০), সাগর শিকদার-(২৫), এনায়েত বেপারী-(২৫) ও রাজিব হোসেন-(১৮)। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম হানিফের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মাঝে চড়ম উত্তেজনা বিরাজ করছে। এদিকে আওয়ামী লীগ প্রার্থী এস.এম হানিফের এক সমর্থকের বসতবাড়ি ভাংচুর ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনায় থানায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর কর্মী সমর্থকদের নামে একটি মামলা দায়ের করেছে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরদার লিখন। এ মামলার ও হামলার অভিযোগে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু। সংবাদ সম্মেলনে মিঠু জানান, পৌরসভা নির্বাচনের দুই দিন পূর্বে যে শান্তিমূলক পরিবেশ বজায় ছিল আজ তা হুমকির মুখে । প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীর অংশগ্রহণে যেখানে উৎসাহ উদ্দিপনায় প্রচার প্রচারনার কাজ এগিয়ে চলার কথা সেখানে কতিপয় অসৎ আদর্শহীন লোকের ষড়যন্ত্রের মুখে এ মূহূর্তে একটি অশান্তি ও ভীতির পরিবেশ বিরাজ করছে। নৌকার প্রার্থীর লোকজনেরা শান্তির পরিবেশ অশান্ত করছে। আমার ৩৭জন নিরহ কর্মী ও আত্মীয় স্বজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ -২০০ জনকে আসামী করে থানায় একটি মিথ্যা ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে,৪০ -৫০ টি বোমার বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। এটা সম্পুর্ন হাস্যকর ও কাল্পনিক। আমি প্রশাসনসহ সকলকে অনুরোধ করবো শান্তিপূর্ন নির্বাচন উপহার দিতে সহযোগীতা করুন । আমার কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়ে জনপ্রিয়তা প্রমান করুন।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম হানিফ বলেন, বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর কর্মী সমর্থকদের নৌকার প্রার্থীর লোকজনের উপর হামলা চালিয়েছে।