কোন রকম অনিয়ম পেলেই ব্যবস্থা-স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব

মাদারীপুর প্রতিনিধি :
স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন বলেছেন স্বাস্থ্য বিভাগের কোথাও কোন রকম অনিয়ম পেলে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে। শনিবার বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরির্দশনকালে তিনি একথা বলেন। এসময় এডিশনাল সেক্রেটারী সাইফুল্লা আজম, মাদারীপুর সিভিল সার্জন মো. মনিরুজ্জামান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, রমজানপুুর ইউপি চেয়ারম্যান বি এম মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম ১৫ জানুয়ারীর মধ্যে সকল শিক্ষার্থীদের টিকা গ্রহন শেষ করতে কিন্ত কালকিনিতে এখনো সেটা শেষ হয়নি। আশারাখি আগামী কয়েকদিনের মধ্যে সকল শিক্ষার্থীদের টিকা গ্রহন নিশ্চিত করা হবে। এখানে এসে দেখলাম অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা বেশী খারাপ। এই হাসপাতালে যে সেবা গুলো চালু নেই সেই সেবা গুলো চালু করার ব্যবস্থা গ্রহন করতে সিভিল সার্জনকে বলা হয়েছে। আশা করি খুব তারাতারি বাস্তবায়ন করা হবে। হাসপাতালে সেবার মান বৃদ্ধি করা হবে।