স্পীডবোট চলাচলের প্রক্রিয়া শুরু শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে

মো: মনিরুজ্জামান মনির :
শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে স্পীডবোট চলাচলের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নৌপথে চলাচলকারী অনিবন্ধিত স্পিডবোটসমূহের রেজিষ্ট্রেশন কার্যক্রম, চালকদের প্রশিক্ষণ কর্মশালা, পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু করেছে নৌ পরিবহন অধিদপ্তর।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকার সদরঘাটের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক কার্যালয়ের আয়োজনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ১ শ ৩৪ টি স্পীডবোট রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। এদিন এরুটের ১ শ ৩৪ জন চালকদের প্রশিক্ষণ কর্মশালা ও পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ন চালকদের সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন। নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার মো. মঞ্জুরুল কবিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী ও জাহাজ জরিপকারক এবং অভ্যন্তরীণ নৌযান রেজিস্টার মো. মাহবুবুর রশিদ, নৌ-পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কাজী মুহাম্মদ হাসান, মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান, শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, মেদিনীমণ্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন প্রমুখ।