শিমুলীয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ঘরমুখো যাত্রীদের ভীড়, যাত্রী সেবা নিশ্চিতে ডিসির ঘাট পরিদর্শন

কমল রায় :
শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট হয়ে দক্ষিনাঞ্চলের ঘরমুখো যাত্রী যানবাহনের ভীড় শুরু হয়েছে। এদিন সকালে তেমন চাপ না থাকলেও দুপুরের পর শিমুলীয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি, লঞ্চ ও স্পীডবোটে ছিল যাত্রী ও যানবাহনের চাপ। গত কয়েকদিন এ রুটে যাত্রী চাপ স্বাভাবিক থাকলেও আগামীকাল ঈদ উপলক্ষে শেষ মুহুর্তেই বেশি পরিমানে লোকজন বাড়ি ফিরছে। তবে ফেরি, লঞ্চ ও যানবাহনগুলোতে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। যাত্রী সেবা নিশ্চিতে দুপুরে কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা। প্রতিবারের ন্যায় এ ঈদেও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। এদিকে পদ্মায় স্রোতের গতিবেগ কিছুটা কমায় এ রুটে ১২ টি ফেরি চলাচল করছে। তবে ফেরিগুলো বিকল্প চ্যানেল দিয়ে পারাপারে প্রায় ৪ ঘন্টা সময় ব্যয় হওয়ায় ঘাট এলাকায় পন্যবাহী শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ঈদে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ঘাট এলাকায় পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিটি নৌযান ও যানবাহনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন শৃংখলা বাহিনী কাজ করছে।