ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ নির্ভিক

কমল রায় :
শিবচরের বাংলাবাজার ঘাটের কাছে ডুবে যাওয়া ডাম্ব ফেরি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ নির্ভিক। বুধবার দুপুরে উদ্ধারকারী জাহাজটি বাংলাবাজার পৌছানোর পর প্রাথমিক কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল নাগাদ মুল অপারেশন শুরু হবে।
বিআইডব্লিউটিসি,বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২ টার দিকে ডাম্ব ফেরী রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ৭টি বাস,৭টি ট্রাকসহ ২২টি যানবাহন নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটে রওনা করে। ফেরিটি পদ্মা সেতু পার হওয়ার পর ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়। তলা ফেটে অস্বাভাবিক হারে পানি ঢুকতে থাকলে ফেরির স্টাফরা লেপ তোসক বালির বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ২টি সেলো মেশিন লাগিয়ে পানি অপসারনের চেয়ে বেশি পানি ঢুকতে থাকে। এসময় ফেরির মাস্টার দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে নিয়ে কোনমতে যানবাহনগুলো ও যাত্রী নামায়। এসময় শিবচর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরো সেলো মেশিন দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফেরিটি নিরাপদ দূরত্বে নেয়ার সময় বাংলাবাজার ঘাটের বিপরিত প্রান্তে ভোররাতে ডুবে যায়।ডুবন্ত জাহাজটিকে উদ্ধার করতে বুধবার দুপুরে বরিশাল থেকে বাংলাবাজার ঘাটে পৌছায় উদ্ধারকারী জাহাজ নির্ভিক। উদ্ধারকারী জাহাজটি আসার পরপরই সেটি প্রাথমিক কাজ শুরু করেছে।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, উদ্ধারকারী জাহাজ নির্ভিক পৌছানোর পরপরই ডুবে যাওয়া ফেরিটি তুলতে প্রাথমিক কাজ শুরু করেছে। বৃহস্পতিবার মুল অপারেশন শুরু হবে।