শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ২০ ঘন্টা পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু, ডুবোচরে আটকে রয়েছে রো রো ফেরি

শিব শংকর রবিদাস, মো: আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস ও কমল রায় :
২৪ ঘন্টায় ১৫ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রচন্ড স্রোতের তোড়ে ডুবোচরে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে পড়ায় প্রায় ২০ ঘন্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরিটির বেশ কিছু যাত্রীকে আইটি জাহাজে শিমুলিয়া ঘাটে পাঠানো হয়েছে। ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর দূর্নিবারসহ কয়েকটি আইটি চেষ্টা চালাচ্ছে। তবে এখনো ফেরিটি উদ্ধার সম্ভব হয়নি। এদিকে ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকে পড়েছে।
সরেজমিনে জানা যায়, বর্ষা মৌসুমের শুরুতেই গত কয়েকদিনে এ রুটের লৌহজং টার্নিং এ ভয়াবহ ঘূর্নিস্রোত সৃষ্টি হয়ে পলি পড়ে চরম অচলাবস্থা দেখা দেয়। উজানে নদী ভাঙ্গন অব্যাহত থাকায় নদী ভাঙ্গনের পলি এসে নাব্যতা সংকটে ২৯ জুন বন্ধ হয়ে যায় লৌহজং টার্নিং । চালু হয় ৫ কিলোমিটার ভাটির বিকল্প চ্যানেল। কিন্তু স্রোতের তীব্র গতির কারনে মঙ্গলবার থেকে বিকল্প চ্যানেল দিয়েও তীব্র স্রোতে চলাচল করতে না পেরে বিকেলে ৫ টি ডাম্ব ফেরিসহ ১০ টি ফেরি বন্ধ হয়ে যায়। বাকি ৩ টি রোরো ও ৪ টি কেটাইপ ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহন, জরুরী এ্যাম্বুলেন্স, ও কাঁচামালবাহী ট্রাক পারাপার করা হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিক ২৮ টি যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলীয়ার উদ্দেশ্যে ছাড়ে রোরো ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর। ফেরিটি সন্ধা ৭ টার দিক বিকল্প চ্যানেলের মাঝ পদ্মায় ডুবোচরে আটকে পড়ে। এতে করে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। প্রায় ২০ ঘন্টা বন্ধ থাকার পর বুধবার বেলা ৩ টার দিক সিমীত আকারে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি। ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধারে মঙ্গলবার রাত থেকেই বিআইডব্লিউটিএর দূর্নিবারসহ কয়েকটি উদ্ধারকারী আইটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেরি চলাচল অচলাবস্থার কারনে উভয় ঘাটে সহস্রাধিক পন্যবাহী ট্রাক আটকে পড়েছে। সংকট নিরসনে নদীতে ৫টি ড্রেজার দিয়ে ড্রেজিং চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার ইনচার্জ দেলোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে নদীতে ১০ নটিক্যাল মাইলে তীব্র স্রোত বইছে। এই স্রোতে বিকল্প চ্যানেলের মুখ দিয়ে ঢোকা খুব কষ্ট সাধ্য। গত রাত ৭ টার দিক ফেরিটি ডুবোচরে আটকে গেছে।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, সকালেও বিকল্প চ্যানেল সার্ভে করা হয়েছে। সেখানে ১৬ -২০ ফুট পানি আছে। মূল সমস্যা হচ্ছে তীব্র স্রোত।
মুঠোফোনে বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (অতিরিক্ত) মোঃ সাইদুর রহমান বলেন, ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর দূর্নিবার কাজ করছে। প্রচন্ড স্রোতের কারনে ফেরি সমস্যা হচ্ছে। চ্যানেলে নাব্যতা রয়েছে।
উদ্ধার কাজে আসা বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, আমরা ফেরিটিতে আটকে পড়া যাত্রীদের আইটি দিয়ে শিমুলিয়ায় পাঠিয়েছি। ৩টি আইটি উদ্ধারে কাজ করেছিল। সেগুলোর তার ছিড়ে গেছে। উদ্ধার তৎপরতা চলছে।