বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল: শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মো: রিফাত ইসলাম :
বৈরি আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে উঠেছে। দূর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর আগে ভোর থেকে নৌরুটে ৪ টি রোরো ও ২ টি কেটাইপসহ ৬ টি ফেরি চলাচল করেছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পন্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ ৭ শতাধিক যানবাহন আটকে পড়েছে। এদিকে গত বেশ কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত বইছে। ফলে ফেরিগুলো পারাপারে দ্বিগুন সময় লাগছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই এরুটে ৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। এদিন ঢাকামুখী যাত্রীদের ভীড়ও রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সাথে ঝড়োবাতাস শুরু হলে উত্তাল হয়ে উঠে পদ্মা। মাঝ পদ্মার দীর্ঘপথে প্রচন্ড ঢেউ থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ন হয়ে উঠে। ফলে দূর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ৭ শতাধিক পন্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকে পড়েছে। এদিকে গত বেশ কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত বইছে। ফলে ফেরিগুলো পারাপারে দ্বিগুন সময় লাগছে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের সহকারী ম্যানেজার মো: জামিল হোসেন বলেন, ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে উঠেছে। এছাড়া পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতে প্রবল স্রোত বইছে। তাই দূর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।