বাংলাবাজার-শিমুলিয়া রুটে আরো ২টি ফেরি সংযোজন, লঞ্চে যাত্রী চাপ অধিক

শিব শংকর রবিদাস ও মিশন চক্রবর্ত্তী :
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট হয়ে ঈদে দক্ষিনাঞ্চলের যাত্রী ও যানবাহন চাপ বেড়েছে। এরুটে রোরো ফেরি বেগম রোকেয়া ও কেটাইপ ফেরি ফরিদপুরসহ ২টি ফেরি সংযোজন হয়ে মোট ৯টি ফেরি চলছে। এরুটে পূর্ব নির্ধারিত সকাল ৬ থেকে বিকেল ৪ টার পরিবর্তে বর্তমানে রাতেও ফেরি চলছে বলে সংশ্লিষ্টা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই শিমুলিয়া থেকে ছেড়ে আসা লঞ্চ ও স্পীডবোটগুলোতে রয়েছে যাত্রীদের ভীড়। লোডমার্ক অনুযায়ী লঞ্চগুলো যাত্রী পারাপার করছে। আর স্পীডবোটে যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার করতে দেখা গেছে। ফেরিগুলোতে যানবাহনের পাশাপাশি যাত্রীদেরও ভীড় রয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাত্রীরা পদ্মা পাড়ি দিয়ে বাংলাবাজার ঘাটে নেমে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন। ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, ঈদ উপলক্ষে এরুটে যাত্রী পারাপারের সুবিধার্থে আরো দুইটি ফেরি সংযোজন করা হয়েছে। বর্তমানে সন্ধার পরও ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।