বাংলাবাজার ঘাটে যাত্রী চাপ সামাল দিতে শিমুলিয়া থেকে ৪০ বার খালি ফেরি আনা হলো

শিব শংকর রবিদাস ও কমল রায় :
শিবচরের বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রী চাপ অনেক গুন বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শিমুলিয়া থেকে অন্তত ৪০ বার খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হয়েছে। যাত্রী পারাপারে অতি অগ্রাধিকার দিচ্ছে বিআইডব্লিউটিসিসহ কর্তব্যরত সকল সংস্থাগুলো । এদিনও প্রচন্ড গরমে বেশ কয়েজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে।
বিআইডব্লিউটিসি সহ ঘাট সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই বাংলাবাজার-শিমুলীয়া নৌরুট হয়ে ঢাকামুখী যাত্রী চাপ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী চাপ আরো বৃদ্ধি পায়। এদিন দক্ষিনাঞ্চলমুখী যাত্রী চাপও অব্যাহত ছিল। উভয়মুখী যাত্রী চাপ বাড়ায় ফেরিগুলো যাত্রী বেশি নিয়ে কম যানবাহন নিয়ে পার হয়। যাত্রী চাপ সামাল দিতে শিমুলীয়া থেকে অন্তত ৪০ বার খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হয়। ফেরিতে যাত্রীদের গাদাগাদি রোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বাংলাবাজার ঘাটে ম্যাজিস্ট্রেট,পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস মোতায়েন রয়েছে। এদিনও প্রচন্ড গরমে বেশ কয়েকজন ফেরি যাত্রী অসুস্থ্য হয়ে পড়লে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে যাত্রীরা কয়েকগুন ভাড়া গুনে দু চাক্কার মটরসাইকেল, ৩ চাক্কার ইজিবাইক থ্রী হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝূকি নিয়ে গন্তব্যে পৌছাচ্ছেন।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, সকাল থেকেই ঢাকামুখী যাত্রী চাপ রয়েছে। যাত্রী চাপ সামাল দিতে অন্তত ৪০ বার শিমুলীয়া ঘাট থেকে খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হয়। খালি ফেরি ঘাটে পৌছামাত্রই যাত্রী ও যানবাহন নিয়ে আবার শিমুলীয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।