পদ্মায় দ্রুত পানি বাড়ছে, বন্ধ হয়ে গেল ফেরি সার্ভিস শিমুলীয়া-বাংলাবাজার রুটে

শিবচর বার্তা ডেক্স :
পদ্মায় গত ২৪ ঘন্টায় ১০ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ করা হয়। এদিকে আকস্মিক ফেরি চলাচল বন্ধ রাখার কারণে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা ৪ শতাধিক যানবাহন আটকে পড়েছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের গতিও বৃদ্ধি পাচ্ছে। ফলে শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল চরমভাবে ব্যহত হচ্ছিল। গত ৫ দিন ধরে পদ্মায় অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার পদ্মায় ১০ সে.মি, মঙ্গলবার ১৩ সে.মি ও বুধবার ১০ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। দ্রুত পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের তীব্রতাও বেড়েছে। প্রায় এক সপ্তাহ ধরে দূর্ঘটনা এড়াতে সন্ধার পর ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ। দিনের বেলা অল্প কয়েকটি ফেরি চলাচল করছিল। বুধবার সকাল থেকে নৌরুটে পাঁচটি কেটাইপ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছিল। স্রোতের তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বাঁধার মুখে পরে। মূল পদ্মা পার হতে গিয়ে চ্যানেল অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে এদিন দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিইটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, স্রোতের কারণে দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কখন চলবে তা বলা যাচ্ছে না। আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।