ধাক্কা দিয়ে ফেরির ভীড়ে তৎপর পকেটমারচক্র, বাংলাবাজার ঘাটে ফেরি থেকে প্রবাসীর টাকাসহ আকামা লোপাট

শিবচর বার্তা :
শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রীদের ভীড়ে পকেটমার চক্রের তৎপরতা বেড়েছে। বাংলাবাজার ঘাটে ফেরিতে উঠার সময় এক সৌদি প্রবাসীর মানিব্যাগে থাকা টাকাসহ আকামা নিয়ে সটকে পড়েছে পকেটমার চক্রটি।
জানা যায়, শুক্রবার দুপুরে শিবচরের দত্তপাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী সাইদুর রহমান তার স্ত্রীকে নিয়ে ঢাকা যাচ্ছিল। তারা বাংলাবাজার ঘাটে এসে রোরো ফেরি এনায়েতপুরীতে উঠছিল। এসময় যাত্রীদের ভীড়ে তাদের উঠতে কষ্ট হচ্ছিল। এসময় পকেটমার চক্রের সদস্যরা সাইদুরকে ধাক্কা দিয়ে প্যান্টের পিছনের পকেটে থাকা মানিব্যাগ সরিয়ে ফেলে। সাইদুর ও তার স্ত্রী কোন কিছু বোঝার আগেই চক্রটি সটকে পড়ে। এসময় সাইদুর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ নেই। পকেটমাররা সাইদুরের মানিব্যাগে থাকা নগদ ৩ হাজার টাকা, সৌদি কোম্পানীর আকামা নিয়ে যায়। এরপর সাইদুর বিষয়টি ফেরির মাস্টারকে জানালে ফেরির মাস্টার মাইকিং করার আশ্বাস দিলে সাইদুর ফেরি থেকে নিচে নেমে এসে টিকেট বিক্রেতাদের কন্ট্রোলরুমে বিষয়টি জানায়।
প্রবাসী সাইদুর রহমান বলেন, পকেটমাররা আমার টাকা নিয়েছে তাতে সমস্যা নেই কিন্তু আমার আকামা নিয়ে যাওয়ায় সৌদি ফিরে যেতে আমার অনেক সমস্যা হবে।
প্রবাসীর স্ত্রী বলেন, আমরা ফেরির দ্বোতলার সিঁড়ি দিয়ে ওঠার সময় আমাদের উপর অনেক জোরে একটি ধাক্কা আসে। আমরা নিচে পড়ে যাই। নিচ থেকে ওঠার পর দেখি আমার স্বামীর প্যান্টের পকেট থেকে মানিব্যাগ চুরি হয়ে গেছে।
রোরো ফেরির মাস্টার ইনচার্জ রেজাউল করিম বলেন, মানিব্যাগ খোয়ানোর বিষয়টি প্রবাসী আমাকে জানানোর পর আমরা ফেরিতে মাইকিং করেছি। এছাড়া আমাদের স্টাফরা ফেরির বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও আকামা পাওয়া যায়নি।