দিনে সচল রাতে প্রায় অচল ফেরি

মাদারীপুর সংবাদদাতা : নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দিনে সচল থাকলেও রাতে ফেরি চলাচল প্রায় অচল থাকছে। গত দু’দিন ধরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে মাত্র ৩/৪ টি ফেরি চলাচল করেছে। একারণে ভোগান্তিতে পড়েছেন উভয় পাড়ের পারাপার প্রত্যাশিরা।

বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচলে কিছুটা উন্নতি হয়েছে। এদিন সকাল থেকে ১২টি ফেরি চলাচল শুরু হয়েছে বলে ঘাট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে নাব্য সংকট রয়েছে। এজন্য ফেরি চলাচল ব্যহত হচ্ছে। তবে সংকট নিরসনে চ্যানেলে খননকাজ চলছে।

বিআইডব্লিউটিএ’ র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী জানান, গত দু’দিনের চেয়ে ফেরি চলাচল কিছুটা উন্নত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ১২টি ফেরি চলছে। নাব্যততা সংকট কাটেনি। সেকারণে ফেরির তলদেশ মাটিতে আটকে যাচ্ছে। ঝুঁকি নিয়ে ফেরিগুলো চলাচল করছে।


রাইজিংবিডি/মাদারীপুর/২৯ আগস্ট ২০১৯/প্রদ্যুত সরকার/সনি