ডোপটেস্টে বাংলা বাজার ঘাটের আরও ৫ স্পীডবোট চালকের পজিটিভ

শিবচর বার্তা ডেক্স :
বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে স্পীডবোট দূর্ঘটনায় ২৬ নিহতের ঘটনায় দূর্ঘটনার পরপরই স্পীডবোট চালকের ডোপটেস্ট করা হয়। তাতে মাদকের সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেন। তার মধ্যে এরুটের চালকরা মাদকাসক্ত কিনা তা নিশ্চিতে ড্রোপ টেস্ট করার সিদ্ধান্ত দেওয়া হয়। সেই মোতাবেক বাংলাবাজার ঘাটের স্পীডবোট চালকদের ডোপটেস্ট করা হয়েছে। ডোপটেস্টে ৫ জন চালকের পজিটিভ হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাবাজার ঘাটের ৫৫ চালকের ডোপটেস্ট করা হয়। এর মধ্যে ৫ জন চালকের মাদক সেবনে সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান স্যারের উদ্যোগে বাংলাবাজার ঘাটের ৫৫ জন স্পীডবোট চালকের ডোপটেস্ট করা হয়েছে। টেস্টে ৫ জন চালকের পজিটিভ এসেছে।