চালকের দক্ষতায় অনেক পুরাতন হওয়া স্বত্বেও রানীগঞ্জ ফেরির যানবাহন ও যাত্রীদের জীবন রক্ষা হয়েছে-নৌ প্রতিমন্ত্রী

শিবচর বার্তা ডেক্স :
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন চালকের দক্ষতায় অনেক পুরাতন হওয়া স্বত্বেও রানীগঞ্জ ফেরির যানবাহন ও যাত্রীদের জীবন রক্ষা হয়েছে। আমাদের রানীগঞ্জ ফেরিটি অনেক পুরাতন। পুরাতন হওয়ার কারনে অনেক ঝুকি নিয়েই এটি চালানো হচ্ছে। তারপরও আমাদের চালকরা যে কতটা দক্ষ তা রানীগঞ্জ ফেরির ঘটনার মধ্যে দিয়ে প্রমান হয়েছে। অনেকেই বলে অদক্ষ চালক নিয়োগ করা হয়েছে। আপনারা দেখেন এখানে কত দক্ষতা সম্পন্ন একজন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে যে, সকল যানবাহনগুলোকে আনলোড করে যেখানে দূর্ঘটনা কবলিত ফেরিটি ডাম্পিং করানোর কথা সেখানেই ডাম্পিং করেছে। চালক এই যে দক্ষতার পরিচয় দিয়েছে এটার মধ্যে দিয়েই আমাদের সক্ষমতাও কিন্তু প্রমানিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থান্তরিত নতুন শিবচরের বাংলাবাজার ফেরি ঘাট পরিদর্শনে এসে নৌ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে নৌ প্রতিমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান (৪১তম) বসানোর কাজ প্রত্যক্ষ করেন। পরে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় নির্মিতব্য তীররক্ষা কাজের স্থান পরিদর্শন ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টের ড্রেজিং কার্ক্রম পরিদর্শন করেন।
এসময় নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, দূর্ঘটনা তো আর বলে হয় না। যে কোন সময়ই দূর্ঘটনা ঘটতে পারে। সড়ক পথ, নৌপথ, আকাশ পথ সব পথেই দূর্ঘটনা ঘটতে পারে। এটাই স্বাভাবিক। তবে এ সকল দূর্ঘটনা যতটুকু নিয়ন্ত্রন করা যায় সে ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতমধ্যেই আমরা অনেকগুলো প্রশিক্ষন কেন্দ্র করেছি। চালকরা যতবেশি প্রশিক্ষিত হবে ততবেশি দূর্ঘটনা কমবে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা বলেন বা সরকারী কর্মকর্তারা রয়েছেন কর্ম দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে আজ উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন কেন ? কারন তারা দেশে বিদেশে আরো বেশি প্রশিক্ষিত হচ্ছে বলেই সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ লক্ষ হাজার কোটি টাকার বাজেট আজ বাস্তবায়ন করতে পারছে এসকল প্রশিক্ষন ও দক্ষতার কারনেই। কাজেই ভবিৎষতে আমাদের আরো দক্ষতা অর্জনের মধ্যে দিয়ে এ সকল দূর্ঘটনাগুলো নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে।