ঘনকূয়াশায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর বাংলাবাজার- শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

শিবচর বার্তা ডেক্স :
ঘন কুয়াশার কারণে প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। অন্যান্য নৌযান চলাচলও স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধা রাত থেকেই পদ্মায় কূয়াশা বাড়তে শুরু হরে। রাত আনুমানিক ১২ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান,’ সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।