ঘনকূয়াশায় সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

কমল রায় :
ঘনকূয়াশায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকে যাত্রী ও শ্রমিকরা ভোগান্তি পোহান।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ঘনকূয়াশার প্রকোপ বাড়লে দূর্ঘটনা এড়াতে ভোররাত ৩ টা থেকে বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকে পড়ে যাত্রী ও শ্রমিকরা ভোগান্তি পোহান। কূয়াশার প্রকোপ কমলে শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও এরুটের লঞ্চ ও স্পিডবোটও একই সময় চলাচল শুরু করে।
লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে,’সকাল সাড়ে নয়টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে। এর আগে লঞ্চগুলোতে যাত্রী উঠিয়ে ঘাটেই অপেক্ষা করা হচ্ছিল কূয়াশা কাটার জন্য।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন জানান,’সকাল সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।’