ঈদের আগে ও পরে স্পীডবোট চলাচল বন্ধ থাকবে শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে-ডিসি ড. রহিমা খাতুন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেছেন ঈদ-উল আযহার আগে ও পরে স্পীডবোট চলাচল বন্ধ থাকবে শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে। যেহেতু স্পীডবোট চালকদের কোন লাইসেন্স নেই। আর গত ঈদ-উল ফিতরের সময় স্পীডবোট দূর্ঘটনায় ঘটেছে বড় ধরনের প্রানহানী। সেই পরিস্থিতি বিবেচনায় এবারের ঈদ-উল আযহায়ও স্পীডবোট চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল আযহার প্রস্তুতি সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। সভায় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, আনসার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে। ফেরিতে কোরবানির গরুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। গণপরিবহনেও থাকবে অর্ধেক যাত্রী। ঘাট নিয়ন্ত্রনে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়ীত্ব পালন করবেন। কেউ আইন অমান্য করলে জেল-জরিমানাসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত গত ঈদ-উল-ফিতর এর সময় চালক নেশাগ্রস্ত অবস্থায় শিমুলীয়া থেকে যাত্রী বোঝাই স্পীডবোট নিয়ে আসার পথে কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় পাড়ে নোঙ্গর করা একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে ২৬ যাত্রীর প্রানহানি ঘটে। এর পর থেকেই বন্ধ রয়েছে স্পীডবোট।