আজো কাঠালবাড়ি-শিমুলিয়া রুটে কর্মস্থলমুখো যাত্রীদের চাপ রয়েছে

কমল রায় :
বেলা বাড়ার সাথে সাথে আজ শনিবারও কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে কর্মস্থলমুখো যাত্রীদের চাপ বেড়েছে। গনপরিবহন বন্ধ থাকায় দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে মটরসাইকেল,মাইক্রোবাস, ঈজিবাইকসহ বিকল্প যানবাহনে ৪/৫ গুন ভাড়া গুনে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে পৌছে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড় হয়ে বাড়তি ভাড়া গুনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পৌছতে হচ্ছে কর্মস্থলমুখো যাত্রীদের। এদিনও ফেরিগুলোতে আগে যানবাহন লোড করে পরে যাত্রী উঠানোর চেষ্টা করছে পুলিশ। তবে ফেরিতে শারীরিক দূরত্ব মানার কোন বালাই নেই। নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট। সকাল থেকে ১৫ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। ফেরিগুলোতে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামাল ও পন্যবাহী ট্রাকের চাপ কম থাকলেও যাত্রীর চাপ বেশি দেখা গেছে।
বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাট ম্যানেজরা মোঃ আলীম মিয়া বলেন, আজও কর্মস্থলমুখো যাত্রীদের চাপ রয়েছে। আমরা ১৫ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছি। তবে শারিরিক দূরত্ব মানার ক্ষেত্রে যাত্রীরা সরকারের নির্দেশনা মানছেন না।