হঠ্যাৎ অভিযান! শিবচরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ১৭টি ড্রেজার, ১১জন আটক

সুজন পালঃ
আকস্মিক অভিযানে শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৭টি ড্রেজার জব্দ ও ১১ জন বালু দস্যুকে আটক করা হয়েছে।
জানা যায়, বুধবার ভোর রাতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিয়াজুল ইসলাম ও ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি বিশাল টিম উপজেলার পদ্মা নদীতে সাড়াশি অভিযান চালায়। অভিযানটি শুরুর আগে কর্মকর্তারা বিষয়টি একেবারেই গোপন রাখেন। ভোরের সূর্য্য উঠার আগেই এমন অভিযানে বালু দস্যুরা চমকে উঠেন। অভিযানে ১৭টি ড্রেজার ও ১১জনকে আটক করে পুলিশ। আটককৃতদের শিবচর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, গতকাল রাত থেকে আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছি । বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।‘
শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম বলেন,‘রাতের আধাঁরে পদ্মা নদীতে থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদে আজ ভোর রাত থেকে নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৭টি ড্রেজার ও ১১জনকে আটক করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় নিয়মিত মামলা হয়েছে।